টাঙ্গাইলে প্রাণ কোম্পানির পাওয়ার গ্রুপের বিক্রয় পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের সেরা পারফরম্যান্সের জন্য তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল পাওয়ার গ্রুপের পক্ষে বিক্রয় পরিবেশক মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মো: রফিকুল ইসলামকে আইফোন ১৬ প্রো-ম্যাক্সসহ মোট চারটি স্মার্টফোন পুরস্কার দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রান গ্রুপের টাঙ্গাইল জোনাল অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারগুলো প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রাণ বেভারেজ লিমিটেডের পাওয়ার গ্রুপের হেড অব সেলস মোঃ নুর নবী (ডিজিএম) কোম্পানির পক্ষ থেকে পুরস্কারগুলো তুলে দেন।
এ সময় টাঙ্গাইল জোনের টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) আব্দুল কুদ্দুস, সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও তিনজন বিক্রয় প্রতিনিধি গত তিন মাসের সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য রিয়েলমি সি ৭৫ স্মার্টফোন পুরস্কার পান।
আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পুরস্কার প্রাপ্ত বিক্রয় পরিবেশক রফিকুল ইসলাম বলেন, আমি প্রাণের পাওয়ার গ্রুপের ব্যবসা করতে পেরে খুবই আনন্দিত, কারন আমি গত একবছর ভাল ব্যবসা পরিচালনার কারনে পাওয়ার গুপের পক্ষ থেকে সেরা পরিবেশক নির্বাচিত হই। যাহার পুরস্কার হিসেবে আমাকে কোম্পানি থেকে আমার ওয়াইফ সহ পবিত্র ওমরাহ হজ করার সুযোগ প্রদান করে, আমার যেহেতু বাবা-মাকে এখনো পবিএ ওমরাহ করতে পাঠাতে পারিনি। এই কারনে আমি কোম্পানির ম্যানেজমেন্টদের সাথে কথা বলি এবং তাহারা আমার বিষয়টি বিবেচনা করে আমাকে কোম্পানি সুযোগ দেওয়ায় আমি আমার বাবা-মাকে ওমরাহ করতে পাঠাতে পারছি, এজন্য প্রান পাওয়ার গ্রুপের কাছে কৃতজ্ঞ। আজ আইফোন সিক্সটিন প্রোম্যাক্স ফোন পেয়ে আমি অনেক আনন্দিত। এভাবেই প্রাণ কোম্পানির পাওয়ার গ্রুপ এগিয়ে যাবে।
আমরা মার্কেট আরো ভালভাবে আমাদের বিপণন কার্য পরিচালনা করে অধিক মুনাফা অর্জন করবো।
পুরস্কার প্রাপ্ত বিক্রয় প্রতিনিধি আরেফিন বলেন, “আমরা অনেক খুশি। আমাদের এই সাফল্য পরিশ্রমের ফল। প্রাণ কোম্পানিকে ধন্যবাদ জানাই আমাদের এমনভাবে অনুপ্রাণিত করার জন্য।
পাওয়ার গ্রুপের হেড অব সেলস মো : নুর নবী বলেন, বিক্রয় পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরাই আমাদের সাফল্যের মূল চালিকা শক্তি। তাদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে ও অনুপ্রেরণা জোগাতেই আমাদের এই পুরস্কার কর্মসূচি অব্যাহত থাকবে।” অনুষ্ঠান শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে কোম্পানির বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।