৫ অক্টোবর (রবিবার) সাবেক শিক্ষিকা ও মননশীল আলোকিত ব্যক্তিত্ব মিসেস মন্জুলা সাঈদ এর বাসভবনে ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা এম. এ. আকন্দ ও বীর মুক্তিযোদ্ধা মো. আবু সাঈদ খান (খোকা) মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়।
ছায়ানীড়ের পরিচালনায় মুক্ত পাঠাগারে স্বনামধন্য লেখকের ১০০ বই ও সেলফ প্রদান করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু মাসুম, লেখক ও সংগঠক নুরুল ইসলাম বাদল, দৈনিক ইন্তেজার পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী, ছায়ানীড়ের প্রকাশনা বিভাগের পরিচালক তারুণ্য তাওহীদ, প্রামাণ্যচিত্র নির্মাতা সাহিদা আরবী, নিলা বেগমসহ অন্যান্য।