টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজার শুভ মহাঅষ্টমী । ধনবাড়ী উপজেলার ৩৩ টি পূজা মন্ডপে এবার পূজা উদযাপন হচ্ছে ।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় মানুষ নির্ভয়ে ধনবাড়ী উপজেলা এবং পৌর এলাকায় আনন্দের সাথে বিভিন্ন মন্ডপে যাতায়াত করতে পারছে । শুভ মহাঅষ্টমীতে রাতে বিভিন্ন মন্ডপে আরতির আয়োজন করা হয়েছে । আরতিতে বিভিন্ন বয়সের ছেলে -মেয়ে, নারী -পুরুষ এর নৃত্য পরিবেশন হয়েছে ।
ঢাকের শব্দে ধনবাড়ীর বিভিন্ন এলাকা জেগে উঠেছে সাথে নানা ধরনের আলোকসজ্জায় সেজেছে পাড়া মহল্লা । সনাতনী হিন্দুগণ নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজায় মন্ডপে মন্ডপে দল বেঁধে গিয়ে পূজার কাজ সম্পন্ন করতে পারছে । মন্ডপে মন্ডপে নানা আয়োজন এবং প্রসাদ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে । উপজেলা প্রশাসন, ধনবাড়ী থানা পুলিশ, সেনাবাহিনীর টহল টিম, আনসার, গ্রাম পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সকলের সম্মিলিত নজরদারিতে এবারে ধনবাড়ীর প্রতিটি পূজা মন্ডপে প্রতি বছরের ন্যায় এবছরও নিরাপত্তার সুন্দর পরিবেশ বিরাজমান ।