মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর ৩ শিক্ষক ও ২ শিক্ষার্থী। গবেষকদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকগুলো বিশ্লেষণ করে সেরাদের এই তালিকাটি প্রস্তুত করা হয়।
তালিকায় পুরো পেশাগত জীবনের ওপর মূল্যায়ন করে (ক্যারিয়ার লং ক্যাটাগরিতে) জায়গা পেয়েছেন ২ জন শিক্ষক। তারা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের (আইসিটি) সহযোগী অধ্যাপক কাউছার আহমেদ এবং সহকারী অধ্যাপক বিকাশ কুমার পাল।
অন্যদিকে, বিগত এক বছরের গবেষণা কর্মের ওপর মূল্যায়নে (সিঙ্গেল ইয়ার ক্যাটাগরিতে) উল্লিখিত শিক্ষকরা ছাড়াও মাভাবিপ্রবির অন্যান্য যারা জায়গা করে নিয়েছেন তারা হলেন- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের (আইসিটি) সহযোগী অধ্যাপক আলী নেওয়াজ বাহার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন (আইসিটি) বিভাগের শিক্ষার্থী শুভ সেন এবং বিএমবি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মেহেদী।
শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেটা রিসার্চ ইনোভেশন সেন্টারের (মেট্রিকস) গবেষক জন পি. এ. ইয়োনিডিস গবেষণা প্রকাশনার ওপর ভিত্তি করে এ তালিকা এলসিভিয়ার জার্নালে প্রকাশ করেছেন।
এ বিষয়ে মাভাবিপ্রবি গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের এই সাফল্য মাভাবিপ্রবির জন্য এক অনন্য গর্বের অর্জন। এটি প্রমাণ করে, আমাদের গবেষণা কার্যক্রম এখন আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পাওয়া আমাদের ভবিষ্যৎ গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে। আমি বিশ্বাস করি, আগামী দিনে আরও বেশি শিক্ষক ও শিক্ষার্থী এ তালিকায় স্থান করে নেবেন।
উল্লেখ্য যে, প্রতিবেদনে বিজ্ঞানীদের ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৪ টি উপ-ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে দুটি ধাপে সেরা গবেষক নির্ধারণ করা হয়েছে যার একটি পুরো পেশাগত জীবনের উপর অপরটি শুধু এক বছরের গবেষণা কর্ম।