গুড নেইবারস বাংলাদেশ, ঘাটাইল সিডিপির উদ্যোগে ধনবাড়ী উপজেলায় প্রথমবারের মতো উপজেলা ভিত্তিক ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার ২৭টি বিদ্যালয়ের মোট ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবুল হাসান এবং গুড নেইবারস বাংলাদেশ, ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার মো: জাকারিয়া। অনুষ্ঠানে সেরা পাঁচ প্রতিযোগীর হাতে সার্টিফিকেট, ডিকশনারি ও গুড নেইবারস সুভেনির তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মাহমুদ বলেন, “বর্তমান প্রজন্মকে সৃজনশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ, ভাষা চর্চা ও শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে আজকের আয়োজন অনন্য ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবুল হাসান বলেন, “শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং আত্মবিশ্বাস বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গুড নেইবারস বাংলাদেশ, ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন বলেন, “আমরা শিক্ষা খাতে মান উন্নয়ন এবং শিশুদের দক্ষতা বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছি। এই প্রতিযোগিতা তারই অংশ।