ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে,
ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ, এবং এজিএস পদে মহিউদ্দীন খান বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণা বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফলাফল ঘোষণা শুরু হয়, যা চলে প্রায় দেড় ঘণ্টা।
ভিপি পদে: সাদিক কায়েম পান ১৪,০৪২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদুল ইসলাম পান ৫,৭০৮ ভোট, উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট, শামীম হোসেন ৩,৮৮৩ ভোট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পান ৬৬৮ ভোট।
জিএস পদে: এস এম ফরহাদ পান ১০,৭৯৪ ভোট। হামিম পান ৫,২৮৩, আবু বাকের মজুমদার পান ২,১৩১ এবং মেঘমল্লার বসু পান ৪,৬৪৫ ভোট। এজিএস পদে: মহিউদ্দীন খান পান ১১,৭৭২ ভোট। প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ পান ৫,০৬৪ ভোট।
চিফ রিটার্নিং অফিসারের মন্তব্য ফলাফল ঘোষণার আগে চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন: “ডাকসুতে মডেল ভোট হয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আশা করি, অন্যরাও আমাদের অনুসরণ করবে।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে হলভিত্তিক ফলাফল ঘোষণা শুরু হয় এবং বুধবার সকাল ৬টার দিকে ফজিলাতুন্নেসা মুজিব হলের ফলাফল ঘোষণার মাধ্যমে শেষ হয়। বিভিন্ন হলে সাদিক কায়েম, আবিদুল ইসলাম, উমামা ফাতেমা, ফরহাদ, হামিম ও মেঘমল্লার বসুসহ প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পান।