টাঙ্গাইলের সখীপুরে ৭নং দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
পুলিশের বক্তব্য সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, “টাঙ্গাইল সদর থানায় ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি হিসেবে আনসার আলী আসিফকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, সখীপুর থানায় একই অভিযোগে দায়ের হওয়া অপর একটি মামলায় আসিফ জামিনে আছেন। প্রেক্ষাপট টাঙ্গাইলে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হয়। এরই একটি মামলায় ইউপি চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করা হলো।











