বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় টানা ৮ ঘণ্টার ভোটগ্রহণ। ঢাবির ৮টি ভোটকেন্দ্রেই একযোগে ভোট অনুষ্ঠিত হয়।
সংঘাতমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন ভোট চলাকালীন সময়ে কোনও সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ বেলা তিনটার দিকে জানান, বিভিন্ন কেন্দ্রে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে। তবে সঠিক ভোটসংখ্যা এখনো ঘোষণা করা হয়নি।
ডাকসু ও হল সংসদের পরিসংখ্যান. ডাকসুর মোট ভোটার সংখ্যা: ৩৯,৮৭৪ জন ,ডাকসুর পদ: ২৮টি ,প্রার্থী সংখ্যা: ৪৭১ জন ,হল সংসদে মোট পদ: ২৩৪টি (১৮টি হলে ১৩টি করে পদ) ,হল সংসদের প্রার্থী: ১,০৩৫ জন বিশ্লেষকদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া এবারের ডাকসু নির্বাচন ঢাবির গণতান্ত্রিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে।