টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ রুকনুজ্জামান সুজার সমর্থক গোষ্ঠীর আয়োজনে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ধোপাখালী ইউনিয়নের উদয়পুর গ্রামে এ আয়োজন করা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ রুকনুজ্জামান সুজা। তিনি বলেন— “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমি সবসময় ধনবাড়ী-মধুপুরবাসীর পাশে থাকবো এবং তাদের ভাগ্যোন্নয়নে কাজ চালিয়ে যেতে চাই।”
সভায় সভাপতিত্ব করেন ধোপাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মনজরুল ইসলাম। এসময় ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী-পুরুষ এবং এডভোকেট রুকনুজ্জামান সুজার সমর্থকরা উপস্থিত ছিলেন।