টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি সুজাত (২৩) কে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
কীভাবে ঘটনা ঘটেছিল? এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (২২) কয়েক মাস ধরে বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত ২৫ আগস্ট সকাল ১১টার দিকে পানি আনতে গেলে চাচার ভাড়াটিয়া সুজাত তাকে জোরপূর্বক বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।
মামলা নং: ১৫ ‘তারিখ: ২৭ আগস্ট ২০২৫ ‘ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (ধারা ৯/১) ‘কীভাবে গ্রেপ্তার করা হয়? মামলার পর র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে সুজাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় র্যাব-৪ মানিকগঞ্জ ক্যাম্প সহযোগিতা করে।
পরবর্তী ব্যবস্থা গ্রেপ্তারকৃত সুজাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।