বাংলাদেশের দুর্যোগ মোকাবিলায় বছরে অন্তত ২৯ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, তবে আন্তর্জাতিক তহবিল আসছে সীমিত মাত্রায়। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মন্তব্যের পরিপ্রেক্ষিত সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ের পিকেএসএফ মিলনায়তনে অনুষ্ঠিত ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ’ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই সেশন যৌথভাবে আয়োজন করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, “জলবায়ু ইস্যুতে তহবিল আসছে না। আমাদের ২৯ বিলিয়ন ডলারের বেশি তহবিল প্রয়োজন। তবে স্থানীয় মানুষদের উদ্যোগে দুর্যোগ মোকাবিলা করা হচ্ছে, যা একটি ইতিবাচক দিক। কেউ যদি শুধু ঢাকা থেকে ফায়ার সার্ভিস পাঠাবে, তাতে তেমন কার্যকর হবে না।”
তিনি সাংবাদিকদেরও আহ্বান জানান, “জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ মোকাবিলায় মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের ছোটবেলা থেকেই দুর্যোগ সচেতন করতে হবে। জাপানের শিক্ষার্থীরা যেমন সচেতন, আমাদেরও তেমন হওয়া উচিত।”
দুর্যোগে অর্থায়নের অভাব অনুষ্ঠানে আরও আলোচকরা উল্লেখ করেন যে, উন্নত বা দায়ী দেশগুলো পর্যাপ্ত অর্থায়ন করছে না, এমনকি পূর্ব প্রতিশ্রুত অর্থায়নও দেয়া হচ্ছে না। জলবায়ু পরিবর্তন শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সামাজিক খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। মিডিয়ার ভূমিকায় আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশ ঝুঁকির দিক থেকে নবম স্থানে আছে। প্রায় আঠারো কোটি মানুষ ঝুঁকির মুখে। মিডিয়ার মাধ্যমে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করতে হবে।”