টাঙ্গাইলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চেক বিতরণ করা হয় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত **“তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”**ের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৯৩ জন নারী উদ্যোক্তার মাঝে। এই প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং ব্যবসায়িক বিকাশে সহায়তা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তারা, প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তারা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতা ও স্থানীয় অর্থনীতিতে অবদান বাড়বে।











