পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আলিজাহ শাহ অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ঘোষণা প্রচারের জন্য নয়, বরং মানসিক শান্তির জন্য।
গত জুলাইয়ে আলিজাহ শাহ শোবিজ ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলো তুলে ধরে আলোচনায় আসেন। তিনি অভিযোগ করেছিলেন, শোবিজ জগতে হয়রানি, বেতন আটকে রাখা, সেটে বিষাক্ত পরিবেশ এবং অপমান তাকে গভীর মানসিক আঘাত দিয়েছে। এমনকি ২০২১ সালের আলোচিত র্যাম্পে পড়ে যাওয়ার ঘটনাও তার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
ইনস্টাগ্রামে আলিজাহ লিখেছেন, “এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (PTSD) ভুগছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করেছি। মুখ খোলা প্রচারের জন্য ছিল না; অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্যই ছিল।”
শোবিজে আর ফিরবেন না জানিয়ে অভিনেত্রী বলেন, “আমি কোনো প্রজেক্ট, প্রস্তাব বা ভুয়া সহানুভূতি চাই না। আমি চাই একা থাকতে। এই ইন্ডাস্ট্রিতে আমাকে দিনের পর দিন মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না।”
মানসিক কষ্টের কথা জানিয়ে তিনি আরও লেখেন, “অনেক রাত আমি কেঁদে ঘুমিয়েছি, অনেক দিন স্মৃতির কারণে অসুস্থ হয়ে পড়েছি। এই কষ্ট বাস্তব, যা আমার শরীর ও হৃদয়ে থেকে গেছে।” আলিজাহ শাহর অভিনয় ছাড়ার ঘোষণার পর বিষয়টি পাকিস্তানের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।