উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ ভূমিধসে অন্তত ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গত রোববার দারফুর প্রদেশের ম্যারা মাউন্টেইন এলাকায় ভয়াবহ ভূমিধস ঘটে।
এতে একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অঞ্চলটির নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে, তারাসিন গ্রামে শুধু একজন মানুষের জীবিত থাকার খবর পাওয়া গেছে। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ভয়াবহ এই বিপর্যয়ের পর পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থার কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। উল্লেখ্য, দারফুরে চলমান গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজারো মানুষ আশ্রয় নিয়েছিলেন ম্যারা মাউন্টেইন এলাকায়। ফলে হতাহতের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।