মোঃ মুসা মিয়া: বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বহুল প্রচারিত দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ৩১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানটি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নানা শ্রেণি-পেশার মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।
এ উপলক্ষে বিকেল ৪ টায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন মজলুমের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক জাফর আহমেদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমাম তপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে পত্রিকাটির ৩১ বছরে পদার্পণ উপলক্ষে ৩১ পাউন্ড ওজনের একটি কেক কাটা হয়। কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আনন্দ উদযাপন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে মজলুমের কণ্ঠ পত্রিকার দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।











