টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০.৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে সদর থানাধীন নগর জলফৈ আশেকপুর বাইপাস টাঙ্গাইল-ঢাকা গামী রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে দুই মাদক কারবারিকে তল্লাশি করা হয়। এসময় তাদের কালো কাঁধব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ১০.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ মিনাজুল ইসলাম (২৭), জেলা-লালমনিরহাট
২। মোঃ শরীফুল ইসলাম (২২), জেলা-লালমনিরহাট
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২১ হাজার টাকা। এছাড়া তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত নগদ ২০০ টাকা জব্দ করা হয়েছে। র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।