ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেক হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নুরুল হকের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। এ কারণে তিনি প্রচুর রক্তক্ষরণে ভুগছিলেন। তবে বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার আগে তাকে সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত ঘোষণা করা সম্ভব নয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের কর্মসূচি চলাকালে যৌথবাহিনীর লাঠিপেটায় নুর ও তার দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জাতীয় পার্টির কর্মীরা পেছন থেকে তাদের মিছিলে হামলা চালায়। অন্যদিকে জাতীয় পার্টির দাবি, তাদের প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়েছিল গণঅধিকার পরিষদের মিছিল থেকে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।