টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকার অমল বণিকের বাড়িতে গত ১৮ আগস্ট সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির মূল হোতাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ধাওয়া করে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল। বুধবার (২৭ আগস্ট) দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ভোররাতে ডাকাতরা অমল বণিকের মা কৃষ্ণা রাণীকে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইলসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। অমল বাঁধা প্রদান করলে ধারালো ছোরা দিয়ে তার বাম হাতের কব্জিতে আঘাত করে। এলাকাবাসীর চিৎকারে ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত সোহাগ মন্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর পুলিশের অভিযান ও আসামীদের তথ্য অনুযায়ী, মূল মাস্টারমাইন্ড মিন্টুকে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের বিভিন্ন সময়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এলাকা থেকে আটক করা হয় এবং লুণ্ঠিত স্বর্ণ-রূপা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংগঠিত ডাকাতি চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ মামলা রয়েছে।