গাজা যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৬ জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।
হামলার লক্ষ্যবস্তু হুতি-সমর্থিত আল মাসিরাহ টিভি জানায়, রোববার (২৪ আগস্ট) রাতে সানার একটি তেল স্থাপনাকেন্দ্র, বিদ্যুৎকেন্দ্র এবং প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, প্রাসাদটি হুতিদের সামরিক ঘাঁটির অংশ।
হতাহত ও প্রতিক্রিয়া হামলার পর সানার আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। আল মাসিরাহর তথ্যমতে, এ ঘটনায় ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হুতিদের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এ বিমান হামলা চালানো হয়েছে।
হুতিদের অবস্থান হুতিরা বলছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা গাজায় চলমান অবরোধ ও নিপীড়ন বন্ধে চাপ সৃষ্টির অংশ। সংগঠনটির সামরিক কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি জানান ইসরায়েলের এই আগ্রাসন আমাদের গাজার প্রতি সমর্থন থেকে বিরত রাখতে পারবে না, যত বড় ত্যাগই স্বীকার করতে হোক না কেন।