খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিক পদক্ষেপ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।