হলিউডের পরেই বিশ্ব বিনোদন অঙ্গনে বলিউডের অবস্থান। গ্ল্যামার, যশ, খ্যাতি আর কোটি কোটি ভক্ত সবই আছে বলিউডে। তবে এই চাকচিক্যের আড়ালে রয়েছে এক অন্ধকার অধ্যায়কাস্টিং কাউচ। কাজের বিনিময়ে কুপ্রস্তাব দেওয়ার এই সংস্কৃতি বলিউডের বহু তারকাকে জীবনের কোনো না কোনো সময়ে স্পর্শ করেছে।
‘কাস্টিং কাউচ’-এর মাধ্যমে অনেক পরিচালক, প্রযোজক বা কাস্টিং ডিরেক্টর অভিনেতা-অভিনেত্রীদের যৌন সুবিধার বিনিময়ে সিনেমায় সুযোগ দেওয়ার প্রস্তাব দেন। কেউ প্রতিবাদ করেছেন, আবার কেউ নীরবে সহ্য করেছেন।
চলুন দেখে নিই, কোন তারকারা প্রকাশ্যে স্বীকার করেছেন কাস্টিং কাউচের প্রস্তাব পাওয়ার কথা কঙ্গনা রানাওয়াত : জনপ্রিয় এই অভিনেত্রী স্পষ্টভাবেই জানান, সিনেমায় কাজের বিনিময়ে বিছানায় যাওয়ার মতো অবিবেচক তিনি কখনো ছিলেন না। ১৭ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেও এমন প্রস্তাবের প্রতিবাদ করেছেন তিনি।
রাধিকা আপ্তে : এক সাক্ষাৎকারে জানান, রাতযাপনের শর্তে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। বলিউডে কাস্টিং কাউচ ব্যাপকভাবে বিদ্যমান বলে মন্তব্য করেন তিনি। সুরভিন চাওলা : দক্ষিণ ভারতীয় এক পরিচালকের কাছ থেকে কুপ্রস্তাব পান এই অভিনেত্রী। তবে তিনি তা প্রত্যাখ্যান করে নিজের কঠোর পরিশ্রম দিয়ে জায়গা করে নেন।
কাল্কি কোয়েচলিন : বলিউডে কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলা সাহসী অভিনেত্রীদের একজন। আয়ুষ্মান খুরানা : শুধু নারীরাই নন, পুরুষ তারকারাও কাস্টিং কাউচের শিকার হন। জনপ্রিয় এই অভিনেতা জানান, শুরুর দিকে তাকেও যৌন সুবিধা দিতে বলা হয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।
সানি লিওনি : বলিউডে আসার পর এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তিনি সরাসরি না বলে দেন। রণবীর সিং : ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে বিনয়ের সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ঊষা যাদব : জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীও জানান, সরাসরি যৌন সম্পর্কে জড়ানোর বিনিময়ে চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছিলেন। সাইয়ামি খের : রাকেশ ওমপ্রকাশ মেহরার মির্জিয়া ছবির নায়িকা জানান, এক নারী প্রযোজকই তাকে এমন প্রস্তাব দিয়েছিলেন।
মমতা কুলকার্নি : নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী নির্মাতা রাজকুমার সন্তোষির বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ তুলেছিলেন। বলিউডের গ্ল্যামারাস দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা এই অন্ধকার দিক বারবার সামনে এসেছে। যদিও অনেকে প্রতিবাদ করেছেন, তবুও কাস্টিং কাউচ এখনো ইন্ডাস্ট্রির একটি বড় সমস্যা।