টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া যৌতুকের জন্য হত্যা মামলার আসামি জুথী (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার কাষ্ট সাগরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। শনিবার (২৩ আগস্ট) র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সুবর্ণা আক্তারের বিয়ে হয় মো. আয়নাল হকের সঙ্গে। বিয়ের পর থেকেই আয়নাল ও তার পরিবার পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। পরিবার থেকে আংশিক দুই লাখ টাকা পরিশোধের পরও বাকি তিন লাখ টাকার জন্য নির্যাতনের মাত্রা বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গত ৮ মে বিকেল থেকে রাতের মধ্যে সুবর্ণাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য তার মরদেহ ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় গত ২৬ মে ভিকটিমের দাদী রুনা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন (মামলা নং-৩৭)। ঘটনার তদন্তে নাম আসে আসামি জুথীরও। র্যাব-১৪ টাঙ্গাইল ও র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।