ভ্লাদিমির পুতিন ও ভোলদেমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে আগ্রহী নয় রাশিয়া, আর তাই পুতিন মুখোমুখি সাক্ষাৎ এড়িয়ে যেতে চাইছেন।
রাশিয়া দাবি করেছে, পুতিন বৈঠকের জন্য প্রস্তুত, তবে এজেন্ডা নির্ধারণের পরই অংশ নেবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ন্যাটো সদস্যপদ, ভূখণ্ড পরিবর্তন ও পশ্চিমা সেনা মোতায়েনসহ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্র ও জেলেনস্কি ছাড় দিতে রাজি নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ সমাধানে অগ্রগতি না হলে রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি বলেন, “আমি পুতিনকে জানিয়েছি, এই যুদ্ধ নিয়ে একদমই খুশি নই। দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হবে।”
রয়টার্সের বরাত দিয়ে বলা হয়েছে, পুতিন তিনটি শর্ত দিয়েছেন: দোনবাস পুরোপুরি রাশিয়ার হাতে হস্তান্তর, ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে পারবে না, এবং দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না। যুদ্ধ বন্ধের সম্ভাবনা ধীরে ধীরে কমছে, ফলে কূটনৈতিক জটিলতা আরও বাড়ছে।