টাঙ্গাইলের দেলদুয়ারে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দলদটির উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কালাম তালুকদার।
সদস্য সচিব মো. সোলায়মান মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ খান, সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ মিয়া, সহ সভাপতি আব্দুল্লাহ্ মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোমিন মিয়া।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. বাবুল খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুল্লাহ্ মিয়া, মো. মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন মিরবর, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব মো. বাবলু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহেল প্রমূখ।