টাঙ্গাইলের দেলদুয়ারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্মদলের সভাপতি জুয়েল সরকার উপজেলার আটিয়া, এলাসিন, ফাজিলহাটী ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৩টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল সহ অন্যান্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলের দুঃসময়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। এমন নেতা জুয়েল সরকার। ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জুয়েল সরকারকেই মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে বক্তব্য দেন তৃণমূল নেতাকর্মরা।
ফাজিলহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুন মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ মিয়া, সহ-সভাপতি মো. আনিছুর রহমান, আব্দুল্লাহ্ মিয়া, এস.এম ছবুর আহমেদ, ফজলুর রহমান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কালাম তালুকদার, ছাত্রদলের আহবায়ক সোহানুর র হমান সোহেল প্রমূখ।