লাল রঙের পলো শার্ট পরা, কানে হেডফোন, হাতে মোবাইল- পুরো মনোযোগ মোবাইলের স্ক্রিনে। ঠিক এমন একটি ছবি গত ২৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তামিম ইকবাল। ক্যাপশন দিয়েছিলেন, ‘আমার খুব ফেভারিট একটা গান- অর্থহীনের ‘চাইতে পারো’। এটা যখনই শুনি চার্জড-আপ হয়ে যাই। এই গানটা আর কার-কার ভালো লাগে?’ এমন খুশিমাখা ছবিটা বিষাদে রূপ নিতে সময় লাগেনি। পুরো ফিট না হওয়ার কারণে তাকে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের।
তামিমের করা পোস্টে অর্থহীন ব্যান্ডের পেজ থেকে কমেন্ট করা হয়, ১ অক্টোবর চমক দেখানোর মতো কিছু একটা করবে তারা। ঠিকই পহেলা অক্টোবর মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবির অর্থায়নে অর্থহীন ব্যান্ড একটি বিশ্বকাপ থিম সং প্রকাশ করে। সেটিই বুধবার নিজের ফেসবুক পেজে শেয়ার দিয়ে তামিম বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন। পোস্টে তামিম লিখেছেন, ‘সময় এসেছে, বাংলাদেশে এবার, পারবে তুমিও জিতে যেতে, আশা আছে সবার। শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে, এটা আমার বিশ্বাস।’ রবির অর্থায়নে অর্থহীন ব্যান্ডের করা থিম সংটি তুমুল সাড়া ফেলেছে দর্শক মহলে। অর্থহীনকে ধন্যবাদ দিয়ে তামিম আরও লিখেছেন, ‘ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।’ দেশের ক্রিকেটের দুই বড় নাম সাকিব আল হাসান ও তামিম। কাঁধে কাঁধ রেখে বাইশ গজে দেশকে বহু জয় এনে দিয়েছেন তারা। তাদের বন্ধুত্বটাও দেড় দশকের মজবুত বাঁধনে আবদ্ধ। তবে এবারের বিশ্বকাপে তামিমের না থাকা ইস্যুতে রীতিমতো বিভক্ত হয়েছেন ক্রিকেট সমর্থকরা। কেউ কেউ তো তামিমের না থাকার পেছনে সাকিবের হাত আছে বলে মনে করছেন। যদিও এক ভিডিও বার্তায় তামিম জানিয়েছেন, বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের যুক্তিহীন প্রস্তাবের কারণেই তিনি বিশ্বকাপ থেকে সরে গেছেন। সাকিবকে নিয়ে তামিম কিছু বলেননি। তবে টি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তামিমের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব।
এসব কিছু ছাপিয়ে গেলো বুধবার প্রকাশিত এক বিজ্ঞাপনচিত্রকে ঘিরে। নগদের বিজ্ঞাপনে বাংলাদেশর সেরা দুই ক্রিকেটারকে একসঙ্গে দেখা গেছে। আজ বুধবার (৪ অক্টোবর) নতুন একটি বিজ্ঞাপন প্রচার করে নগদ। সেই বিজ্ঞাপনে লেখা, ‘দেশের জন্য আমরা সবাই এক। মাঠে বা মাঠের বাইরে থেকে, বিজয়ের স্বপ্ন বুকে ধারণ করে আওয়াজ তোলা হোক আরও একবার। আমরা বিশ্বাস করি, স্বপ্ন ও সাহস থাকলে সব সম্ভব!’ ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে নিজের মোবাইল খুঁজছেন সাকিব। বেঞ্চের ওপর থাকা তোয়ালে নীরবে সরিয়ে এক কোণে গিয়ে বসেন তামিম। তোয়ালের নিচেই ছিল সাকিবের ফোন। সাকিব একটু পর দেখতে পেয়ে ফোনটি হাতে নেন। কিছুক্ষণ পর তামিমের ফোনে একটি মেসেজ আসে। নগদ থেকে সাকিব ৩০ টাকা রিচার্জ দিয়েছেন তামিমকে। তামিম অবাক হন। নিজে নিজেই বলে ওঠেন, ৩০ টাকা? দূর থেকে সাকিব তখন তামিমকে বলেন, ‘ফতুল্লায় একটা ম্যাচ শেষে রিকশায় করে ফেরার পর ৩০ টাকা রিকশা ভাড়া দিয়েছিলি। সেটি শোধ করলাম।’ এরপর কথা জমে দুজনের। পুরোনো কথা মনে করে স্মৃতিকাতর হয়ে ওঠেন তারা।
নগদের করা এই ভিডিও শেয়ার করেই তামিম লিখেছেন, ‘বাংলাদেশের জন্য সাথে আছি সবসময়।’আগের চারটি বিশ্বকাপে তামিমকে সতীর্থ হিসেবে পেলেও এবার বিশ্বকাপে তাকে ছাড়াই মাঠে নামতে হবে সাকিবকে। দলের সঙ্গে না থাকলেও শুভকামনা জানাতে ভুল করেননি বাংলাদেশের সেরা এই ওপেনার।