টাঙ্গাইলে র্যাব ১৪ এর পৃথক দুইটি অভিযানে ৯৩ পিস ইয়াবাসহ ০৪ (চার) মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন কোকডহরা ইউনিয়নের ঘাটুরিয়া গ্রামের মোঃ সাগর মিয়ার বাড়ি থেকে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি এপাচি মোটরসাইকেল সহ মোঃ রাকিব আলী (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য ২১০০০ (একুশ হাজার) টাকা।
অপর একটি অভিযানে মঙ্গলবার (১২ আগস্ট) আনুমানিক রাত ০১:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন বল্লা ইউনিয়নের বল্লা বাজারের মোঃ আফ্রিদির দোকান থেকে ২৩ (তেশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ১. মোঃ আফ্রিদি(২৮), ২. জান্নাত ইসলাম(২৮), ৩. মোঃ আরিফ(২২)। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য ৬,৯০০ ( ছয় হাজার নয়শত টাকা)।
এ ঘটনায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় একটি মামলা দায়ের করে আসামিদের আলামত সহ হস্তান্তর করা হয়েছে।