বর্ণমালা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৯ আগস্ট, শনিবার কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণমালা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বর্ণমালা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক মো: হাবিবুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও কালিহাতী উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক হামিদুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন আশুলিয়া শাখা সেবা এনজিও ম্যানেজার মো: রফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী নাজিমউদ্দীন তালুকদার,সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, জয়নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:শফিকুল ইসলাম।অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।