টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মমিনপুর গ্রামের আমতলা থেকে গুদুর মোড়ের ভিতর দিয়ে মরহুম তছলিম উদ্দিন আকন্দের বাড়ি যাওয়ার রাস্তা যাতায়াত ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
যদুনাথ পুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আমতলা থেকে গুদুর মোড়ের ভিতর দিয়ে মরহুম তছলিম উদ্দিন আকন্দের বাড়ি যাওয়ার রাস্তা গ্রামের মানুষদের যাতায়াতের একমাত্র রাস্তাটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই যাতায়াতের আর উপায় থাকে না। জরুরি রোগীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স বা কোন ধরনের গাড়ি প্রবেশ করতে পারে না। যোগাযোগ দুর্ভোগ কারণে অনেক রোগী রাস্তায় মারা যায়। এছাড়া স্কুল ও মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রীদের চলাচল বর্ষাকালে বেশ কষ্টকর। নারী পুরুষ বৃদ্ধ সবার জন্যই এ রাস্তায় চলাচল করতে যুদ্ধ করতে হয়।
রাস্তায় আঠালো কাঁদায় মোটরসাইকেল ভ্যান অটো মাঝে মধ্যেই পড়ে যায়। মানুষ এই রাস্তা দেখে গুদুর মোড়ে নতুন করে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে অনিহা প্রকাশ করে। কাউচি বাজার ও জাগিরাচালা বাজারে সঠিক সময়ে কৃষি পণ্যের সরবরাহ না করতে পেরে এ এলাকার কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদুনাথ পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার কে রাস্তার বিষয়ে অবগতি করা হলে ৮নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম শফি বলেন এই রাস্তাটা যদুনাথ পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কিছু দিন আগে এই রাস্তার সংস্কার করা হয়েছে। সামনে বরাদ্দ আসলে আবার সংস্কার করা হবে।
অটো ভ্যানচালক আব্দুল আলীম বলেন, অল্প বৃষ্টি হলেই আমাদের এ রাস্তার অবস্থা খুব ভয়াবহ দেখা দেয়। মোটরসাইকেল ভ্যান মাঝে মধ্যেই পড়ে যায়। এতে গাড়ির অনেক ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে মেরামত করতে অনেক টাকা লাগে। মমিনপুর গ্রামের শিক্ষার্থী ইউসুফ বলেন, অল্প বৃষ্টিতেই আমাদের এ রাস্তাটি অনেক খারাপ হয়ে যায়, আমাদের অনেক কষ্ট হচ্ছে। রাস্তা দিয়ে যে কাঁদা মাটি। স্কুল ও মাদ্রাসায় যাতায়াত বেশ কষ্ট সাধ্য হয়ে গেছে। এ রাস্তা যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান এলাকাবাসী। এ প্রতিবেদকের কাছে রাস্তাজনিত দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার অনুরোধ করেন এলাকাবাসী।