মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: আজ ৩ জুলাই ২০২৫ (রবিবার)- জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন “ম্যারাথন হৃদয়ে ৩৪শে জুলাই”।

২০২৪ সালের ৩ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে প্রবেশের ঐতিহাসিক ঘটনার স্মরণে আয়োজিত হয় এ প্রতীকী ম্যারাথন। ম্যারাথনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৫ বার প্রদক্ষিণ করে প্রত্যয়-৭১ এর সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। তিনি প্রধান ফটকের সামনে তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই আয়োজন আমাদের ইতিহাস, সংগ্রাম ও প্রত্যয়ের স্মারক হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক আবেগঘন ও ঐক্যবদ্ধ পরিবেশ।