অবশেষে টাঙ্গাইল পৌরসভার ৭টি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের বিভিন্ন সড়কের রাস্তার মেরামতের কাজ উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
অবশেষে টাঙ্গাইল পৌরসভার ৭টি রাস্তার মেরামত কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক শরিফা হক
এ সময় পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, আমরা যে রাস্তাগুলো সংস্কার করবো সেগুলোর মান টেকসই নিশ্চিত করা হবে। যে রাস্তাগুলো সংস্কারের কাজের উদ্বোধন করা হলো সেগুলো গুনগত মান শতভাগ নিশ্চিত করা হয় তা নির্দেশনা দেয়া হয়েছে। ধীরে ধীরে সকল রাস্তার সংস্কার কাজ করা হবে।
রাস্তা গুলোর বিবরণ:
১। স্টেডিয়াম ব্রীজের পশ্চিম প্রান্ত হতে কাশেম প্রাইমারি স্কুলের ব্রীজ ও মেসের মার্কেট পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ১.৭ কিমি )
২। জেলা সদর রোড হতে ভিক্টোরিয়া রোড (ক্লাব রোড) পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ১৭২ মিটার )
৩। বাঁকা মিয়া ব্রিজ হতে বাজিতপুর হাট খোলা পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ২.১৪ কিমি )
৪। বাঁকা মিয়া ব্রিজ হতে স্বপ্ন সুপার মল (ফায়ার সার্ভিস রোড) পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ২৫০ মিটার )
৫। দিঘুলিয়া ব্রীজ হতে ব্যাপারীপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ৪৬০ মিটার )
৬।বড় কালীবাড়ি হতে আলীয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ৫৩০ মিটার )
৭। থানাপাড়া ফারুক সাহেবের বাসা হতে বাজিতপুর টেক্সটাইল মোড় পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ৪৯০ মিটার।)
অবশেষে টাঙ্গাইল পৌরসভার ৭টি রাস্তার মেরামত কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক শরিফা হক
উল্লেখ্য, টাঙ্গাইল পৌর শহরের বেশিরভাগ রাস্তা গুলো খানাখন্দের কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে বৃষ্টি হলে আরো দুর্ভোগ বেড়ে যায়।
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে মঙ্গলবার(৭ অক্টোবর) দুপুরে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নির্মাণ শ্রমিক নিহত ও ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে...
টাঙ্গাইলের ঘাটাইলে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইলের রসুলপুর ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা ও...
টাঙ্গাইলে যমুনাসহ প্রায় সব নদীতেই পানি বাড়ছে অস্বাভাবিক গতিতে। গত ২৪ ঘণ্টায় জেলার যমুনা নদীতে ৫৪ সে.মি., ও ঝিনাই নদীতে ৫২ সে.মি. পানি বৃদ্ধ্বি পেয়েছে। অতিবৃষ্টি আর ভারতের...
ঘাটাইলে প্রবীণ হিতৈষি সংঘের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্সের ভেতর সংঘের কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইলে প্রবীণ হিতৈষি সংঘের...