সমাচার ডেস্ক : সোমালিয়ান জলদস্যুদের কাছে ৩১ দিন বন্দি থাকার পর বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক মুক্তি পেয়েছেন। মুক্তিপণ নিয়েই বাংলাদেশের জাহাজ ও নাবিকদের মুক্তি দিয়েছে তারা।
রোববার (১৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম।
মিজানুল ইসলাম বলেন, ভোরে আমরা আমাদের নাবিক ও জাহাজ মুক্তি পাওয়ার সুসংবাদ পেয়েছি। ২৩ নাবিকসহ আমাদের জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। নাবিকদের আমরা অক্ষত অবস্থায় ফেরত পেয়েছি। আজ রোববার দুপুর ১২টায় কেএসআরএম প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে এমভি আবদুল্লাহ জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন।
এসআর শিপিং দেশের অন্যতম বৃহত্তম শিপিং কোম্পানি। তারা সমুদ্রগামী বাণিজ্য জাহাজ পরিচালনা করে। ৪৫ হাজার ৬৫৩ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ওজনের বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লাহর মোট দৈর্ঘ্য (এলওএ) ১৮৫ দশমিক ৭৪ মিটার এবং প্রস্থ ৩০ দশমিক ৪ মিটার।