বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন টেনিস আজ রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউ ইয়র্কের কোর্টে লড়াই শুরু হবে।
এবারের ইউএস ওপেন প্রাইজমানি রেকর্ড স্তরে পৌঁছেছে। মোট প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ৯ কোটি মার্কিন ডলার, যা কোনো গ্র্যান্ডস্লামের মধ্যে সর্বোচ্চ। গত বছরের তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি; ২০২৪ সালে প্রাইজমানি ছিল সাড়ে ৭ কোটি ডলার।
পুরুষ ও নারী একক চ্যাম্পিয়নের প্রাইজমানিও বেড়েছে। ২০২৪ সালে এটি ছিল ৩৬ লাখ ডলার, এবার বৃদ্ধি পেয়ে ৫০ লাখ ডলার করা হয়েছে। ২০২৫ সালের ইউএস ওপেন আসর আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কোর্টে জ্বলজ্বলে লড়াই এবং রেকর্ড প্রাইজমানি এই আসরকে করবে আরও উত্তেজনাপূর্ণ।