ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংক লড়ি, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন, হামিদপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে।
হামিদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে শনিবার (১০ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাত ১ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহকারি অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম। নির্বাচনে ১৪ টি পদে সর্বমোট ৩০জন প্রতিদ্বন্দিতা করেন। মোট ভোটার ছিল ৫১১ জন।
নির্বাচনে সভাপতি পদে শফিকুল ইসলাম (লাল মিয়া) ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান পেয়েছেন ১৬৫ ভোট। কার্যকরী সভাপতি পদে আরিফ হোসেন, সহ-সভাপতি পদে শ্রী গৌতম চন্দ্র শীল ও লেবু তালুকদার নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনিছুর রহমান পেয়েছেন ১৭১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক পদে উজ্জল হোসেন ও মো. হুমায়ুন, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক আঃ মান্নান, প্রচার সম্পাদক তুলা মিয়া, সড়ক সম্পাদক আয়নাল হোসেন ও সহ-সড়ক সম্পাদক সৈয়দ মুক্তার আলী নির্বাচিত হয়েছেন।