স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২৭ আগস্ট) জানিয়েছে, পুলিশের কর্মকর্তা নিহার রঞ্জন হাওলাদার সম্পর্কে অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত কয়েকটি সংবাদ ভ্রান্ত ও বিভ্রান্তিকর। মন্ত্রণালয়ের এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ২৬ আগস্ট ২০২৫ তারিখে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছিল, প্রায় সাত লাখ টাকার ধার পরিশোধ না করায় নিহার রঞ্জন হাওলাদারের পদ কেড়ে নেওয়া হয়েছে এবং তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি)-র এসপি পদ থেকে অতিরিক্ত এসপি পদে স্থানান্তরিত হয়েছেন।
কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র ধার পরিশোধ না করার কারণে তাঁর পদ হারানো হয়নি। বরং চাকরিজীবনের বিভিন্ন সময়ে তিনটি বিভাগীয় মামলা রুজু হওয়ার পর তদন্তে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে তিনি বিভিন্ন শাস্তি ভোগ করেছেন।
প্রতিবাদলিপি অনুযায়ী: ধার পরিশোধ না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে তাকে তিরস্কার দণ্ড দেওয়া হয়। এই শাস্তি কার্যকর হয় ২১ আগস্ট ২০২৫-এ সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে।
২০২৩ সালের ২২ জুন প্রজ্ঞাপনে তাকে ৩ বছরের জন্য নিম্নপদে অবনমিত করা হয়। ২০২৪ সালের ৮ ডিসেম্বর প্রজ্ঞাপনে তাকে ১ বছরের জন্য বেতন গ্রেডে নিম্নতর ধাপে অবনমিত করা হয় এবং ভবিষ্যতে বেতন সমন্বয় না করার নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, এসব তথ্য প্রমাণ করে যে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই। মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রতিবাদলিপি হুবহু প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছে।