অবশেষে নতুন ‘স্পাইডারম্যান’ সিনেমা ‘ব্র্যান্ড নিউ ডে’র জন্য নিজের নতুন পোশাক উন্মোচন করলেন জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড। গত ১ আগস্ট আন্তর্জাতিক স্পাইডারম্যান দিবসে প্রথম ঝলক দেখানোর পর পরদিন সকালে একটি পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করেন হল্যান্ড। ভিডিওতে অন্ধকার থেকে বেরিয়ে আসেন তিনি। পরনে নতুন উজ্জ্বল লাল-নীল পোশাক, যা আগের তুলনায় অনেক বেশি কমিক বইয়ের মূল নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ভিডিওতে হল্যান্ড বলেন, ‘তৈরি তো?’ নতুন পোশাকে আগের তুলনায় বড় মাকড়সার চিহ্ন রয়েছে বুকের মাঝে, রং আরও উজ্জ্বল এবং আকৃতি বেশ ছিমছাম। ২০২৬ সালের ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এটি মার্ভেল চলচ্চিত্র মহাবিশ্বের চতুর্থ ‘স্পাইডারম্যান’ ছবি, যেখানে আগের তিনটি ছিল ‘হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ এবং ‘নো ওয়ে হোম’। ‘নো ওয়ে হোম’ সিনেমার শেষে পুরো পৃথিবী জেনে যায় যে, পিটার পার্কারই স্পাইডারম্যান। এটা ফাঁস করেছিল মিস্টেরিও নামের খলচরিত্র। এরপর পিটার সাহায্য চায় ডক্টর স্ট্রেঞ্জ-এর কাছে, যাতে সবাই ভুলে যায় তার আসল পরিচয়। কিন্তু জাদুর প্রভাবে তৈরি হয় সময়-জালের বিপর্যয়, যার ফলে আগের দুই স্পাইডারম্যান (টোবি ম্যাগুয়ের ও অ্যান্ড্রু গারফিল্ড) ও তাদের শত্রুরা চলে আসে এই জগতে।
শেষে পিটার পার্কার আত্মত্যাগ করে সবাইকে ভুলিয়ে দেয় নিজের পরিচয়, এমনকি তার প্রেমিকা এমজে, বন্ধু নেড এবং অন্যরাও ভুলে যায় তাকে। মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তার প্রিয় চাচী মে। ‘ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার কাহিনি জনপ্রিয় একই নামের কমিক সিরিজ থেকে অনুপ্রাণিত। সেখানে স্পাইডারম্যান শয়তান মেফিস্টো-র সঙ্গে এক চুক্তি করে, যাতে সবাই তার পরিচয় ভুলে যায় এবং চাচী মে ফিরে পান জীবনে। তবে এর ফলে ভেঙে যায় তার প্রেমিকা এমজের সঙ্গে সম্পর্ক এবং পুরোটাই যেন এক নতুন শুরু।