স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলার পর বুধবার (২৭ আগস্ট) সামাজিকমাধ্যমে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ক্লার্ক লিখেছেন, “ত্বকের ক্যান্সার এখন একটি বাস্তব সমস্যা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে। সবাইকে অনুরোধ করছি, আপনারা নিয়মিত ত্বক পরীক্ষা করান। প্রতিরোধই সর্বোত্তম সমাধান। আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই বড় ভূমিকা রেখেছে।”
২০০৬ সালে প্রথম মুখে স্কিন ক্যান্সারের উপসর্গ ধরা পড়ে ক্লার্কের। এরপর কয়েক দফায় চিকিৎসা নেন তিনি। ২০১৯ সালে কপাল থেকেও ক্যান্সারের একটি অংশ অপসারণ করেছিলেন এই সাবেক তারকা। অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন মাইকেল ক্লার্ক। তার নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপে শিরোপা জেতে অস্ট্রেলিয়া।