টাঙ্গাইলের সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য এবং এসএসএস (সোসাইটি ফর সোস্যাল সার্ভিস) এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সাপ্তাহিক প্রযুক্তি পরিবারের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকিরুল মওলার সঞ্চালনা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, কামরুজ্জামান খান, টাঙ্গাইল ক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহ সভাপতি সাহাবুদ্দিন মানিক, সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন ও সোসাইটি ফর সোস্যাল সার্ভিসের কর্মকর্তাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।