ঢাকার সিএমএম আদালতের এজলাসে সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম-এর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিকরা বলেন,
“ম্যাজিস্ট্রেটের সামনেই সাংবাদিককে মারধর করা হয়েছে, অথচ কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে এটি দুঃখজনক নজির হিসেবে থেকে যাবে।” লিখিত অভিযোগ ও শুনানি হামলার শিকার সাংবাদিক আসিফ ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ প্রেক্ষিতে আজ বিকেল ৪টায় এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। ঘটনার পটভূমি গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে জামিন শুনানি চলছিল। এসময় সংবাদ সংগ্রহে উপস্থিত সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর কয়েকজন আইনজীবী হামলা চালান। এতে তিনি আহত হন।
সাংবাদিকদের দাবি গণমাধ্যমকর্মীরা বলেন, আদালতের ভেতরে সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তি নয়, পুরো গণমাধ্যমের ওপর আঘাত। তাই দ্রুত তদন্ত করে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।