আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।রোববার মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন হাজী সেলিম।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) রবিউল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, বিস্তারিত পরে জানানো হবে।হাজী সেলিম সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৭ আসন থেকে এমপি হন। তিনি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
গত জানুয়ারিতে হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিমের ঢাকা–৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি হন তাঁর ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম।২০০৮ সালের ২৭ এপ্রিল দুদকের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয় হাজী সেলিমের। পরে হাইকোর্টে গিয়ে তার সাজা কমে হয় ১০ বছর। কিছুদিন কারাভোগের পর গত বছরের জানুয়ারিতে তিনি জামিন পান।
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী–প্রতিমন্ত্রী–সংসদ সদস্যরা আত্মগোপনে আছেন। অনেকেই বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন।