বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫সেপ্টম্বর)বিকেলে বিএনপির নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজে ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বদলীআটা (ছাত্তারকান্দি) বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ সহ বানিয়াজানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সন্ধ্যায় মিছিল শেষে বলদী আটা(ছাত্তারকান্দি)বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী-সমর্থকদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা বানিয়াজান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য দেন- ধনবাড়ী উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক মঞ্জু সিদ্দিকী, বানিয়াজান ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক তালুকদার, ইউনিয়ন বিএনপি’র যুব নেতা স্বপন মিয়া, ছাত্র নেতা রাকিব হাসান ও সাগর আহম্মেদ সহ অন্যন্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী’র নেতৃত্বে মধুপুর ও ধনবাড়ী’র সকল বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের জনগনের পাশে থেকে কাজ করার আহবান জানান। এবং কী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবী করেন তারা।সমাবেশে ধনবাড়ী উপজেলা, পৌরসভা ও বানিয়াজান ইউনিয়নের বিএনপি’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সকল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।