ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে না জানানো শাস্তি পেতে হয় সাকিব আল হাসানকে। ২০১৯ সালে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। যদিও এক বছর স্থগিত ছিল নিষেধাজ্ঞা। একই ধরনের অপরাধ করে এবার শাস্তি পেলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার।
দুর্নীতিবিরোধী নীতিমালা ভাঙায় লঙ্কান বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করার পাশাপাশি আরও এক ক্রিকেটারদের প্রস্তাব দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শুরু তাই নয় ম্যাচ পাতানোবিষয়ক কথাবার্তা মুছে ফেলারও অভিযোগ রয়েছে জয়াবিক্রমার বিরুদ্ধে।চলতি বছর আগস্টে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে আইসিসি।
জয়াবিক্রমার বিরুদ্ধে দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসু। অভিযোগগুলোর বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হয়।লঙ্কান এ স্পিনার আইসিসির দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভঙ্গ করার কথা মেনে নেন। এই ধারায় বলা রয়েছে, ‘ফিক্সিংয়ের প্রস্তাব পেলে তা দ্রুত আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র গোপন, টেম্পারিং ও ধ্বংস করা। অর্থাৎ দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব যেসব বার্তার মাধ্যমে দেওয়া হয়েছিল, সেসব মুছে ফেলে দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ব্যাঘাত ঘটিয়েছেন ও বাধা সৃষ্টি করেছেন।এ সময় অভিযোগ মেনে নেওযায় জয়াবিক্রমার এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
একই সঙ্গে শেষ ছয় মাস সাজা স্থগিত করা হয়েছে। ফলে ছয় মাস পর ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। যদিও এ সময়ে আবারও একই অপরাধ করলে এই শাস্তি কার্যকর হবে।২০২২ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন জয়াবিক্রমা। আর শ্রীলঙ্কার জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচটিও খেলেছেন একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে।২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জয়াবিক্রমা এ পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ। উইকেট শিকার করেছেন ৩২টি। ২০২২ সালে লঙ্কানদের এশিয়া কাপজয়ী দলের সদস্যও তিনি।