সমকামিতাদের ধরিয়ে দিতে তথ্যদাতাদের জন্য ৫০০ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে এডভোকেট ইসরাত সিকদার।
ধর্মীয় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য সমকামিতাদের কর্মকাণ্ড প্রতিরোধে এক বিশেষ কর্মকাণ্ড উদ্যোগের ঘোষণা দিয়েছে এডভোকেট ইসরাত সিকদার । তিনি বলেন, যে কোনো সন্দেহভাজন সমকামী বা গে এবং লেসবিয়ান সম্পর্কে সঠিক তথ্য প্রদান করলে তথ্যদাতাকে প্রতি ব্যক্তির বিপরীতে ৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে।
তিনি আরও বলেন, “সমাজ ধর্মীয় ও রাষ্ট্রের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও তৌহিদী জনতা বাংলার মুসলমান প্রস্তুত অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপকর্ম অনৈতিক নষ্টামি অবৈধ , বাংলাদেশের মাটিতে চলবে না। অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের সহযোগিতায় অপরাধ দমন ও অনৈতিক কর্মকাণ্ড ধ্বংস করতে আরও সহজ হবে।”
এছাড়া, সকল জনগণকে আহবান করে তিনি বলেন, আপনারা নিজ নিজ জায়গা থেকে এদেরকে দমন করুন এবং ধরিয়ে দিন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে বা আমাদেরকে জানান।











