টাঙ্গাইলের সখীপুরে বনের ভেতর থেকে কাজী মোসলেম (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১০ টার দিকে উপজেলার হতেয়া কাজীপাড়া এলাকার একটি আকাশমনি গাছের বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত কাজী সমশের আলীর ছেলে।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদাী হয়ে থানায় অপমৃত্যুর মামলা দিয়েছে বলে জানায় সখীপুর থানা পুলিশ।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরে কাজী মোসলেম মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। সামান্য বিষয় নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি করতো। ঘটনার দিন বিকেল থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঝির পর বাড়ি থেকে কয়েকশত গজ দূরে বনের ভেতরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
খবর পেয়ে সখীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ওই রাতেই থানায় নিয়ে আসে। সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।