টাঙ্গাইলের সখীপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়, পার্টনার ফিল্ট স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমাত আরা খাতুন।
বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, উপজেলা জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির মোঃ ফজলুল হক। বিআরডিবি’র চেয়ারম্যান ফরহাদ ইকবাল, পিএফএস স্কুলের সদস্য কৃষক শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উলফাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলার শতাধিক কৃষক, কৃষাণি অংশগ্রহণ করেন।