টাঙ্গাইলের সখীপুরে কাঁঠাল বিপণনে হর্টেক্স ফাউন্ডেশনের পার্টনার প্রকল্পের আওতায় অন্টারপ্রেনার বিষয় করে গ্রামীণ নারীদের ফ্রুট প্রসেসিংয়ের মাধ্যমে নতুন নতুন পণ্যের উদ্ভাবনকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭জুলাই) সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার বাড়ি টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন হর্টেক্স ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মিটুল কুমার সাহা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমাত আরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উলফাত জাহান প্রমুখ।
এ সময় ২৫ জন নারী উদ্যোক্তা উদ্ভাবনকরণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।