টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শহীদ একাডেমি সখীপুর শাখার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় একাডেমি প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সখীপুর শহীদ ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট একাডেমির পরিচালক মাসুদ কামাল ভূঁইয়া। এসময় বক্তব্য দেন সাংবাদিক আমিনুল ইসলাম, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ মাসুদ রানা, শহীদ ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল মজিদ, গোলাম মোস্তফা, মোঃ কবির হোসেন প্রমুখ।
এ সময় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।