টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা মামলার আসামি আব্দুল মালেক মিয়া। তিনি সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সির।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি আব্দুল মালেক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হবে।