টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ সখীপুর সিডিপির উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফ্রেব্রুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার কালিয়ানপাড়া সিডিপি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিডিপি ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য দেন কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, সিডিপ প্রোগ্রামের সহকারী ম্যানেজার ঝর্ণা খাতুন, জিএনবি আশা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা শতভাগ পাস ও একজন শিক্ষার্থীও যাতে ঝরে না পড়ে সে বিষয়ে আলোচনা করেন। এ সময় উপজেলর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেড় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।