শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০) জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের গেট থেকেই আবার আটক হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা কারাগার থেকে বের হওয়ার সময় সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। মামলার পটভূমি পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন অ্যাডভোকেট চন্দন কুমার পাল।
পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়। নিম্ন আদালত থেকে জামিন না পেলেও উচ্চ আদালত থেকে ধাপে ধাপে মুক্তির আদেশ পান তিনি।
মুক্তি থেকে নতুন আটক সর্বশেষ মঙ্গলবার বিকেলে একটি মামলায় জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তিনি মুক্তি পান। তবে কারাগারের গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা ৭টার দিকে আবারও তাকে আটক করা হয়। এ সময় তার ছোট ভাই অ্যাডভোকেট শক্তিপদ পালসহ পরিবারের সদস্যরা কারাগারের বাইরে উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম খান বলেন, “তাকে সদর থানা পুলিশ আটক করেছে, আমরা শুধু সহযোগিতা করেছি।”